ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: তাজুল ইসলাম -এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত
জনাব মো: তাজুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে ০৫.০১.২০২০ তারিখে রাষ্ট্র মালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেছেন। যোগদানের আগে তিনি জনতা ব্যাংক লিমিটেড এ উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। শিক্ষাজীবনে তিনি সকল একাডেমিক পরীক্ষায় মেধা তালিকায় বিশেষ স্থান অধিকার করেন। জনতা ব্যাংক লিমিটেডে দেশ-বিদেশের বিভিন্ন শাখায় শাখা প্রধান হিসেবে প্রায় ২৩ বছর এবং মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ৪ বছর দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও ফিলিপাইনসহ দেশ বিদেশে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
জনাব মো: তাজুল ইসলাম পেশাগত জীবনের বাইরেও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন এ্যালামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন ব্যাচ-৮৩, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর আজীবন সদস্য।
১৯৬২ সালের ২০ জুন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী জনাব মো: তাজুল ইসলাম ব্যক্তিগত জীবনে দুই পুত্র সন্তানের জনক। নার্গিস সুলতানা (রীনা) তাঁর সহধর্মিনী।
Share with :
চেয়ারম্যান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কানিজ ফাতেমা, এনডিসি-কে ১১.০৪.২০১৯ তারিখে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে এবং তিনি কর্মে যোগদান করেছেন। (--বিস্তারিত)
ব্যবস্থাপনা পরিচালক
জনাব মো: তাজুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে ০৫.০১.২০২০ তারিখে রাষ্ট্র মালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেছেন। যোগদানের আগে তিনি জনতা ব্যাংক লিমিটেড এ উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। ...বিস্তারিত
উপব্যবস্থাপনা পরিচালক
জনাব শেখ মো: জামিনুর রহমান ২৮ অক্টোবর ২০২০ তারিখ কর্মসংস্থান ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। তিনি বিগত ০৪ অক্টোবর ২০২০ তারিখে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করে জনতা ব্যাংক লিমিটেড এ পদায়িত হন। --বিস্তারিত
মহাব্যবস্থাপক (প্রশাসন ও নিরীক্ষা)
জনাব গৌতম সাহা মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে ০২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। যোগদানের আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের নিরীক্ষা ও পরিদর্শন বিভাগে উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।...বিস্তারিত
মহাব্যবস্থাপক (পরিচালন ও হিসাব)
মিসেস মেহের সুলতানা মহাব্যবস্থাপক (জি.এম.) হিসেবে কর্মসংস্থান ব্যাংকে গত ০২.০২.২০২০ তারিখে যোগদান করেন। যোগদানের পূর্বে তিনি হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।...বিস্তারিত